রিপোর্ট: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সিমনান প্রভিন্সে গতকাল এক অস্বাভাবিক ভুমিকম্প হয়েছে, মাত্র ১০ কিলোমিটার এলাকা জুড়ে হওয়া এই ভুমিকম্প নিয়ে তেমন কোন তথ্য (অর্থাৎ অগ্রিম তথ্য) ছিল না কোন ভূতত্ত-বিজ্ঞানিদের কাছে। সেজন্য এটিকে প্রাকৃতিক ভূমিকম্প বলে কেউ মেনে নিচ্ছেন না ৷
তাই অনেকে ধারনা করে যাচ্ছে যে, - ইরান মাটির বহু গভীর ভুগর্ভে নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে।
দেখা যাক কী হয়??
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির-আলি হাজিজাদেহ বলেছেনঃ
"আমরা শীঘ্রই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির চেয়ে আরও বেশি কিছু টেবিলে রাখব যা সমস্ত সমীকরণ বদলে দেবে।"
প্রধান জেনারেল আমির-আলি হাজিজাদেহের এই মন্তব্যের আলোকে তাই আমরা ধরে নিতে পারি ইরানও পূর্ণ প্রস্তুতর সহিত ইজরাঈলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবার সমস্ত রকম জোগাড়পাতি শুরু করে দিয়েছে৷